মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সুপ্রিম রায়কে গণতন্ত্রের জয় বলে উল্লেখ করে বলেন, আমি আন্তরিকভাবে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাই। শীর্ষ আদালতই পারে বর্তমানে দেশকে রক্ষা করতে। সুপ্রিম কোর্ট দেশের বিচার ব্যবস্থার প্রধান স্তম্ভ। সুপ্রিম কোর্টই পারে আমাদের গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার ও ন্যায় বিচারের পক্ষে সুবিচার দিতে। মমতা জানান, অত্যাচারী শক্তির অপচেষ্টার বিরুদ্ধে এই জয় সাধারণ মানুষের জয়। কিছু রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ মানুষের জন্য আজ দেশের এমন পরিণতি বলেও মন্তব্য করেন মমতা।
পাশাপাশি এদিন সকালেই টুইট করে সুপ্রিম রায়কে যুগান্তকারী বলে জানিয়ছেন, সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ে গণতন্ত্রের জয় হল। তৃণমূল নেত্রীর মতে, অত্যাচারী শক্তির অপচেষ্টার বিরুদ্ধে জনগণের ইচ্ছাই বিরাজ করছে!
এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, বুধবারই মেঘালয়, ত্রিপুরা ও নাগাল্যান্ডে নির্বাচনী ফলাফল বেরনোর আগেই কলকাতায় ইডির হানা নিয়ে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, “সঞ্জয়, রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল ও আমার ব্যক্তিগত আইনজীবী। সরকারের অনেক কাগজ স্বাভাবিক ভাবেই ওঁর কাছে থাকে। আমি ওকে বুধবারই জিজ্ঞেস করেছি, এত তল্লাশি করে কী কী পেল? ও বলল, কিচ্ছু পায়নি। খালি আপনাদের ব্যাপারে জিজ্ঞাসা করছিল।”
পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, সঞ্জয় যদি কারও হয়ে মামলা লড়ে তাহলে তার থেকে টাকা নিতেই পারে। কারণ সেটা ওঁর গণতান্ত্রিক অধিকার। একটা মামলায় ও টাকা ফেরতও দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, এটা নিছকই প্রতিহিংসার রাজনীতি। ইডি দিয়ে, সিবিআই দিয়ে বিজেপি সরকার সবাইকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে।
Be the first to comment