‘লড়াই চলবে’, জেল থেকে মুক্তি পেতেই হুঁশিয়ারি নওশাদের

Spread the love

অবশেষে জেল থেকে মুক্তি পেলেন নওশাদ সিদ্দিকি। শনিবার সকালে প্রেসিডেন্সি জেল থেকে বের হলেন ভাঙড়ের বিধায়ক। প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বেরিয়ে সকলকে ধন্যবাদ জানান তিনি। যদিও জেল থেকে বেরিয়েই নওশাদের হুঁশিয়ারি, “লড়াই চলবে।”একইসঙ্গে কৌস্তুভ বাগচীর গ্রেফতারি প্রসঙ্গে নওশাদ বলেন, আমি তাঁর পাশে রয়েছি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার জামিন মঞ্জুর হলেও শুক্রবার তাঁকে মুক্তি দেওয়া হয়নি। তাঁর রিলিজ অর্ডার এসে পৌঁছয়নি প্রেসিডেন্সি সংশোধনাগারে। ফলে আরও একদিন তাঁকে জেলেই কাটাতে হয়। এরপর শনিবার সকালে প্রয়োজনীয় নথি এসে পৌঁছতেই নওশাদকে মুক্তি দেওয়া হয়।

গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে গ্রেপ্তার হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তারপর নানা আইনি মারপ্যাঁচে প্রায় ৪০ দিন জেলবন্দি থাকতে হয় তাঁকে। অবশেষে গত বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট আইএসএফ বিধায়ককে জামিনে মুক্তি দেয়। আদালত রাজ্যকে জানিয়েছে, “পুলিশকে সরাসরি মারতে বলেছেন নওশাদ সিদ্দিকি বা সরাসরি শারীরিক নিগ্রহের ঘটনায় যুক্ত তিনি, এই মর্মে এখনও কোনও ভিডিও ফুটেজ আমরা পাইনি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*