রাজ্যপাল সিভি আনন্দ বোস শনিবারই ডিএ সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনার ডাক দিয়েছিলেন। বলেছিলেন, আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান সম্ভব। সেই মোতাবেক রবিবার বেলায় রাজ্যপালের সঙ্গে দেখা করলেন আন্দোলনকারীদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
সংগ্রামী যৌথ মঞ্চের পাঁচ সদস্য রাজভবনে মিনিট ১৫ ছিলেন । বেরিয়ে এসে জানান, রাজ্যপাল তাঁদের আশ্বস্ত করেছেন। সিভি আনন্দ বোস নিজেও প্রাক্তন সরকারি কর্মচারী। তিনি জানিয়েছেন, আন্দোলনকারীদের ডিএ সংক্রান্ত দাবি যথার্থ। সাংবিধানিক পদে থেকে তিনি এই দাবি পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।
জানা গিয়েছে, এদিনের বৈঠকে ডিএ সংক্রান্ত আলোচনার জন্য মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক চেয়েছিলেন আন্দোলনকারীরা। রাজ্যপাল জানিয়েছেন, তিনি সেই বৈঠক আয়োজনের চেষ্টা করবেন। তবে রাজ্যপালের আশ্বাস মিললেও এখনই আন্দোলন থেকে সরে আসছেন না তারা। তাদের বক্তব্য, পরিস্থিতি বুঝে আন্দোলন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
Be the first to comment