অস্কারজয়ীদের কুর্নিশ জানিয়ে টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Spread the love

নজির গড়ে বিশ্বদরবারে দেশের নাম উজ্জ্বল হয়েছে। ৯৫তম অস্কারের মঞ্চে ভারতীয় সিনেমা এ বছর আলাদা করে নজর কেড়েছে। মৌলিক সঙ্গীত বিভাগে সেরা পুরস্কার জিতে নিয়েছে ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’। অন্য দিকে, ডকুমেন্টারি শর্ট ফিল্ম বিভাগে অস্কারের জন্য নির্বাচিত হয়েছে কার্তিকি গনসালভেস পরিচালিত ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। এতে আপ্লুত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অস্কার মঞ্চে ভারতীয় বিজয়গাথাকে কুর্নিশ জানিয়ে টুইটারে মোদি লেখেন, ‘‘ব্যতিক্রমী। বিশ্বব্যাপী জনপ্রিয়তা নাটু নাটুর। এটা এমন একটা গান যেটা আগামী বহু বছর ধরে শ্রোতাদের মনে থেকে যাবে। এম এম কীরাবাণী এবং চন্দ্র বোস এবং পুরো টিমকে এই জয়ের জন্য শুভেচ্ছা। ভারত আপ্লুত এবং গর্বিত।’’

অন্যদিকে, গুনীত মোঙ্গা প্রযোজিত ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ তথ্যচিত্রটিও বিশ্ব মঞ্চে পুরস্কৃত হয়েছে। সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘এই সম্মানের জন্য কার্তিকি এবং গুনীত সহ পুরো টিমকে আমার শুভেচ্ছা। আপনাদের কাজের মধ্যে দিয়ে খুব সুন্দর ভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা এবং তার উন্নতির গুরুত্বের উপর আলোকপাত করা হয়েছে।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*