২০১১-এ প্রথমবার ক্ষমতায় আসার পরেই আচমকা হাসপাতাল পরিদর্শনে যেতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও বিভিন্ন সময়ই সরকারি কাজকর্ম দেখতে আচমকা পৌঁছে যান মুখ্যমন্ত্রী। বুধবার তিনি যান স্বরাষ্ট্র ও পার্বত্য দফতরে। আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে আশ্চর্য হয়ে যান কর্মীরা। আবার এদিন, সেখানে হাজিরা মাত্র ২৫শতাংশ। এই নিয়ে প্রশ্ন করেন মমতা।
এদিন দুপুরে আচমকা নবান্নে নিজের ঘরে না গিয়ে পাঁচতলায় স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরে হাজির হন মুখ্যমন্ত্রী। তাঁকে দেখে স্বাভাবিকভাবেই হতচকিত হন কর্মীরা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান তাঁরা। উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মমতা দেখেন অধিকাংশ চেয়ারই ফাঁকা। এত কর্মী আসেননি কেন- জানতে চান মুখ্যমন্ত্রী। দেখেন বিভিন্ন টেবিলে ফাইল ভর্তি। ধর্মঘটের দিন কর্মীরা এসেছিলেন কি না- সে বিষয়ও জানতে চান মমতা।
সূত্রের খবর, ১০ মার্চ ডিএ-এর দাবিতে ধর্মঘটের দিন স্বরাষ্ট্র ও পার্বত্য দফতরে কর্মীদের উপস্থিতির হার ছিল সব থেকে কম। তাহলে কী মুখ্যমন্ত্রীর কাছে এই দুই দফতরের বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল? সে খবর এখন অজানা।
Be the first to comment