“দিদি-ই আমদের নেত্রী”, কালীঘাটে জানিয়ে গেলেন অখিলেশ

Spread the love

সমাজবাদী পার্টি কর্মসমিতির বৈঠকে যোগ দিতে কলকাতায় আছেন দলের সুপ্রিমো অখিলেশ যাদব। তারই মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ঝটকা সফর। উদ্দেশ্য, জাতীয় সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সাক্ষাৎ, লোকসভা ভোটের আগে জোটের সলতে পাকানো। শুক্রবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের কার্যালয়ে গিয়ে অখিলেশ তাঁর সঙ্গে একঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেছেন। ভোটের আগে জোটের প্রয়াস শুরু করেছে দুই দল।

এদিন বিকেল ৫টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদবের সাক্ষাতের নির্ধারিত সময় ছিল। সেই অনুযায়ী সমাজবাদী পার্টির সর্বভারতীয় সহ-সভাপতি কিরণময় নন্দ-সহ আরও ২ নেতাকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে যান মুলায়মপুত্র। সন্ধে ৬টা ১০ নাগাদ বৈঠক শেষ। নীল রংয়ের চাদর দিয়ে অখিলেশ, কিরণময় নন্দদের স্বাগত জানা মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশও “দিদি’’র জন্য উপহার স্বরূপ নিয়ে এসেছিলেন ক্রিমরঙের স্টিচ করা একটি চাদর। কালীঘাটের পার্টি অফিসে তাঁদের মধ্যে সৌজন্য বিনিময় হয়। কালীঘাট ছাড়ার আগে একটাই প্রতিক্রিয়া আখিলেশের, “দিদি-ই নেত্রী, দিদির সঙ্গে আছি…!” যা রাজনৈতিক ভাবে খুব তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, আগামী সপ্তাহেই আবার ওড়িশায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ২৩ মার্চ, বৃহস্পতিবার ভুবনেশ্বরে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করবেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*