আইএসএল চ‍্যাম্পিয়ন সবুজ মেরুন, টাইব্রেকারে বিএফসিকে হারাল ৪-৩ গোলে

Spread the love

২০২২-২৩ আইএসএল চ‍্যাম্পিয়ন এটিকে মোহনবাগান। শনিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারাল জুয়ান ফেরান্দোর দল। টাইব্রেকারে দুরন্ত সেভ বাগান গোলরক্ষক বিশাল কাইথের।  

ম‍্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে ম‍্যাচের শুরুতেই ধাক্কা খায় বেঙ্গালুরু এফসি। ৩ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন অন্যতম অস্ত্র শিবশক্তি। তাঁর জায়গায় মাঠে নামেন সুনীল ছেত্রী। ম‍্যাচে এদিন আশিক কুরুনিয়ানকে রেখে দল সাজান বাগান কোচ জুয়ান ফেরান্দো। ম‍্যাচের ৫ মিনিটের মাথায় সহজ সুযোগ নষ্ট করেন পেত্রাতোস। এরপর পাল্টা আক্রমণ চালায় বিএফসি। একের পর এক আক্রমণ চালায় রয় কৃষ্ণারা। তবে এরই মধ‍্যে পেনাল্টি পায় মোহনবাগান। কর্নার বাঁচাতে গিয়ে হাতে বল লাগে রয় কৃষ্ণার। পেনাল্টির দেন রেফারির। সেই সুযোগ কাজে লাগাতে এতটুকু ভুল করেননি পেত্রাতোস। ম‍্যাচের ১৪ মিনিটে গোল করে বাগানকে এগিয়ে দেন তিনি। ২৪ মিনিটে দুরন্ত সেভ করে নিশ্চিত গোল বাঁচান বাগান গোলরক্ষক বিশাল কাইথ। ম‍্যাচের ৩৪ মিনিটে রয় কৃষ্ণাকে পিছন থেকে মারার দায়ে পেনাল্টি চায় বেঙ্গালুরুর ফুটবলার। কিন্তু রেফারি পেনাল্টি দেননি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টিতে গোল পেয়ে সমতা ফেরায় বিএফসি। বিএফসির হয়ে ১-১ করেন সুনীল ছেত্রী। রয় কৃষ্ণা পেনাল্টি আদায় করে নেয় বেঙ্গালুরুর জন্যে। বল ক্লিয়ার করতে বড্ড বেশি সময় লাগান বাগান ডিফেন্ডার শুভাশিস বসু। সোজা মারেন রয় কৃষ্ণার পায়ে। পেনাল্টি পায় বিএফসি। সেই থেকে ঠান্ডা মাথায় গোল করেন সুনীল। প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-১।

দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ পাল্টা আক্রমণের লড়াই। ম‍্যাচের ৬০ মিনিটে দুরন্ত শট মারেন লিস্টন কোলাসো। কিন্তু তা বাঁচিয়ে দেন বিএফসি গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। ফিরতি বল চলে আসে পেত্রাতোসের কাছে। চলতি বলে শট নিতে গিয়ে বাইরে মারেন তিনি। সুবর্ণ সুযোগ হারায় মোহনবাগান। এরপর পাল্টা আক্রমণে ঝাঁপায় বিএফসি। যার ফলে ম‍্যাচের ৭৭ মিনিটে গোল পেয়ে যায় তারা। বেঙ্গালুরুর হয়ে গোল করেন প্রাক্তন বাগান ফুটবলার রয় কৃষ্ণা। বেঙ্গালুরুর কর্নার ভেসে আসে মোহনবাগান বক্সে। এক ডিফেন্ডার এবং গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান কৃষ্ণা। তবে পুরনো দলের বিরুদ্ধে গোল করে কোনও উৎসব করেননি তিনি। তবে এই ব‍্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বিএফসি। এরই মধ‍্যে ফের পেনাল্টি পায় মোহনবাগান। সেই সুযোগকে কাজে লাগাতে এতটুকু ভুল করেননি পেত্রাতোস। বাগানের হয়ে ২-২ করেন তিনি। বক্সের বাইরে কিয়ানকে ফাউল করে বেঙ্গালুরুর ফুটবলার। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। যদিও রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকতেই পারে। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি বাগান ব্রিগেড। নির্ধারিত সময়ে ম‍্যাচের ফলাফল ২-২ থাকায় ম‍্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে গোল না আসায় ম‍্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষমেশ টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় জুয়ান ফেরান্দোর দল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*