প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে পোস্টারে পোস্টারে ছেয়ে গিয়েছে রাজধানী দিল্লি।খবর পেতেই মাঠে নেমেছে দিল্লি পুলিশ। ইতিমধ্যেই ১০০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। শহরের নানা প্রান্ত থেকে অন্তত ২০০০ পোস্টার সরানো হয়েছে। পাশাপাশি ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের সন্ধানে চলছে তল্লাশি।
দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লির অলিতেগলিতে বিভিন্ন এলাকার দেওয়ালে, ল্যাম্প পোস্টে বেশ কিছু পোস্টার লাগানো হয়েছিল, পোস্টারগুলিতে প্রধানমন্ত্রী তথা মোদি সরকারের বিরোধিতা করা হয়েছে। কোনওটিতে লেখা ‘মোদি হটাও, দেশ বাঁচাও’ তো কোনওটিকে কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান তোলা হয়েছে। তাই সেগুলি সরিয়ে দেওয়া হয়েছে। স্পেশ্যাল সিপি দীপেন্দ্র পাঠক জানান, এই ঘটনায় পুলিশ যাঁদের গ্রেফতার করেছে, তাঁদের মধ্যে রয়েছেন দু’টি ছাপাখানার মালিকও। তাঁদের সংস্থা থেকেই ওই বিতর্কিত পোস্টার ছাপা হয়েছিল বলে অভিযোগ।
পাশাপাশি তিনি জানান, পোস্টারের ঘটনায় প্রিন্টিং প্রেস অ্যাক্ট এবং সম্পত্তির ক্ষতিসাধন বিরোধী আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে কে বা কারা এই পোস্টারগুলি ছাপিয়েছেন এবং শহরের বিভিন্ন দেওয়ালে সেঁটে দিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।
Be the first to comment