দুদিনের সফরে রাজ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার বেলা ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। ছিলেন রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু এবং বীরবাহা হাঁসদা। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হয়।
কলকাতা বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির কপ্টার নামে রেসকোর্সে। সেখানে দ্রৌপদী মুর্মুকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরীয় পরিয়ে, পুষ্প স্তবক দিয়ে বরণ করে নেন মুখ্যমন্ত্রী। সেখানেও ছিলেন বীরবাহা হাঁসদা।
রেসকোর্স থেকে নেতাজি ভবনে যান রাষ্ট্রপতি। নেতাজির বাসভবন ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন সিভি আনন্দ বোস এবং রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নেতাজির ব্যবহৃত জিনিস, গাড়ি রাষ্ট্রপতিকে দেখানো হয়।
নেতাজি ভবন থেকে জোড়াসাঁকো জোড়াসাঁকোয় পৌঁছন রাষ্ট্রপতি। রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন পরিদর্শন করেন। ঠাকুরবাড়ি চত্বর ঘুরে দেখেন দ্রৌপদী মুর্মু। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, শশী পাঁজা-সহ অন্যান্যরা।
সেখান থেকে রাজভবনে গিয়েছেন রাষ্ট্রপতি। শেখানেই মধ্যাহ্নভোজ সেরে বিশ্রাম নেবে দ্রৌপদী মুর্মু। বিকেলে রাজ্য সরকারের তরফে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী। তাঁর উদ্যোগেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
রাতে রাজভবনে থাকবেন রাষ্ট্রপতি। মঙ্গলবার যাবেন বেলুড়মঠ ও সেখান থেকে শান্তিনিকেতনে বিশ্বভারতীতে।
Be the first to comment