সামান্য হলেও বাড়ল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার।দুদিনের বৈঠকের দ্বিতীয় দিনে অর্থ্যাৎ মঙ্গলবার চলতি অর্থবর্ষের সুদ ঘোষণা করা হয়।বলা হয়েছে, ২০২২-২৩ সালে ৮.১৫ শতাংশ হারে সুদ মিলবে ইপিএফে। যা গত অর্থবর্ষের চেয়ে সামান্য বেশি। গত বছর মার্চে ইপিএফের সুদ ৮.৫ শতাংশ থেকে নামিয়ে ৮.১ শতাংশে নিয়ে আসা হয়েছিল। তা ০.০৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
যদিও গত বছর অনেকটাই কমে গিয়েছিল ইপিএফের সুদের হার। তারপরই চাকুরীজীবীদের ক্ষোভের সম্মুখীন হতে হয় কেন্দ্রীয় সরকারকে। ১৯৭৭-৭৮ সালের পরে ওই সুদের হারই ছিল সর্বনিম্ন। তার পর এ বছর সুদের হার কিছুটা বৃদ্ধি করা হবে বলেই আশা করেছিলেন পিএফের প্রায় ৬ কোটি সদস্য। সুদ আগের চেয়ে বাড়ানো হলেও কিন্তু তা প্রত্যাশা পূরণ করতে পারল না বলেই মনে করছেন অনেকে।
সোমবার থেকে নয়া দিল্লিতে শুরু হয়েছে কর্মী পিএফ সংস্থার (ইপিএফও) অছি পরিষদের দু’দিনব্যাপী বৈঠক। মঙ্গলবার সেই বৈঠকে পিএফের সুদের হার নিয়ে আলোচনার পর ঘোষণা করা হল নতুন সুদের হার।
প্রসঙ্গত, কর্মী সংগঠনের তরফে আগেই জানানো হয়েছিল, মূল্যবৃদ্ধির বিষয়টি তুলে ধরে পিএফের সুদ বৃদ্ধির দাবি তুলে ধরেন তাঁরা। তবে কেন্দ্র সেই দাবি মানবে কি না, তা নিয়ে সংশয় ছিল।
Be the first to comment