ছাত্রযুবদের নিয়ে ব্যান্ড তৈরির ঘোষণা করলেন মমতা, নাম দিলেন ”জয়ী”

Spread the love

কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার সহ একাধিক ইস্যুতে রেড রোডে গতকাল, বুধবার থেকে ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার দ্বিতীয় দিনে সেই ধর্না মঞ্চে যোগ দেয় যাদবপুর, প্রেসিডেন্সি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা। টানা ৩০ ঘণ্টা ধরে আম্বেদকরের মূর্তির পাদদেশে কেন্দ্রের মোদি সরকারের অপশাসনের বিরুদ্ধে ধর্না করছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। চলবে আজ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত।

গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াইয়ে প্রিয় নেত্রীর হাত শক্ত করতে এদিন ধর্না মঞ্চে যোগ দিয়েছেন যাদবপুর, কলকাতা এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাঁরা নিজেদের গানের মাধ্যমে সুর চড়ালেন কেন্দ্রের বিরুদ্ধে। তাঁদের গানের সঙ্গে গলা মেলালেন নেত্রীও। দিলেন উৎসাহ।

তাঁদের গান ও রাজনীতির প্রতি আগ্রহ এতটাই মুগ্ধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তৃণমূল ছাত্রযুবদের নিয়ে ব্যান্ড তৈরি করতে বললেন নেত্রী। নাম দিলেন “জয়ী”। সিন্থেসাইজার, গিটার-সহ আরও বেশ কয়েকটি বাদ্যযন্ত্র তিনি কিনে দেবেন বলে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*