শনিবার থেকে রাজ্যাজুড়ে শুরু হল দুয়ারে সরকার কর্মসূচি। ষষ্ঠ দফার এই কর্মসূচির প্রধান চমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি। দুয়ারে সরকার শিবিরগুলি থেকে যে উপভোক্তারা পরিষেবা পাবেন, তাঁদের কাছে মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে যাবে।
দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের কাছে মোবাইলের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কণ্ঠে বার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আগেই করা হয়েছে। এ বার সেই তালিকায় সংযোজিত হয়েছে মুখ্যমন্ত্রীর লিখিত বার্তা। লিখিত বার্তায় থাকছে বিস্তারিত তথ্য দিয়ে দুয়ারে সরকার শিবির নিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের মানুষকে সরকারি পরিষেবা পৌঁছে দিতে ২০২০ সাল থেকে দফায় দফায় পাঁচ বার দুয়ারে সরকার শিবির হয়েছে। এই নিয়ে ষষ্ঠবার এই শিবির করছে সরকার। রাজ্যের সব পুরসভা এবং পঞ্চায়েত এলাকায়, এই পরিষেবা বুথ স্তরে দেওয়া হবে হবে বলেও চিঠিতে লেখেন মমতা।
• সরকারি পরিষেবা পাওয়ার জন্য প্রথম পর্যায়ে ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
• দ্বিতীয় পর্যায়ে ১১ থেকে ২০ এপ্রিল শিবির থেকে পরিষেবা প্রদানের কাজ চালানো হবে।
• মোট ১ লক্ষ শিবির হবে, তার ৭০ শতাংশ স্থায়ী জায়গায়, বাকি শিবির ভ্রাম্যমাণ।
এ বার দুয়ারে সরকারের কর্মসূচি থেকে মোট ৩৩ ধরনের পরিষেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে এই প্রথম চারটি পরিষেবা যুক্ত করা হয়েছে। বিধবা পেনশন, মেধাশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এবং বাংলা কৃষি, সেচ, যোজনার আওতায় ক্ষুদ্র সেচ প্রকল্প। এর পাশাপাশি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পটিকেও এ বারের শিবিরে যুক্ত করা হয়েছে। উপভোক্তারা সরাসরি মুখ্যমন্ত্রীর চিঠি হাতে পেলে সন্তুষ্ট হবেন। সরকারের সঙ্গে রাজ্যের মানুষের সংযোগ তৈরি হবে।
Be the first to comment