দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায় বদ্ধ ঘরে মশা মারার কয়েল জ্বালিয়ে ঘুমিয়েই সর্বনাশ। জ্বলন্ত কয়েল পড়ে গদি পুড়তে থাকে। সঙ্গে মশার কয়েল। বদ্ধ ঘরে কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনো অক্সাইডের মতো বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মৃত্যু হয় ৬ জনের। তাঁদের মধ্যে চারজন এরাজ্যে বাসিন্দা- তিনজন মালদহের ও এক জন উত্তর দিনাজপুরের বাসিন্দা। এই ঘটনায় শনিবার শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য ঘোষণাও করেন তিনি।
টুইটারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “দিল্লিতে দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলার ৪ জন প্রাণ হারিয়েছেন। মালদহের তিন জন এবং উত্তর দিনাজপুরের এক জন মারা গিয়েছেন। মৃতদের পরিবারের সদস্যদের জন্য রইল আমার সমবেদনা। ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের পাশাপাশি মৃতদের পরিবারের জন্য সব রকম সাহায্য নিশ্চিত করা হবে।’’
মর্মান্তিক এই ঘটনায় মৃতেরা হলেন, মালদহের বৈকুণ্ঠপুর বাহারল এলাকার ফজলুর চৌধুরী, মানিকচকের মোহনা জাহেদুল হক, নাগরাই নরহাট্টার টুলু শেখ এবং উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা ফাতিরুল শেখ। আহত ২ জনও মালদহের ইংরেজবাজারের বাসিন্দা বলেই সূত্রের খবর।
Be the first to comment