রিষড়ায় বিজেপির রামনবমীর মিছিল ঘিরে অশান্তি, পুলিশেই আস্থা দিলীপ ঘোষের

Spread the love

হাওড়ার পর এবার হুগলি। ফের বিজেপির রামনবমীর মিছিল ঘিরে অশান্তি। রবিবার, রিষড়ায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। অভিযোগ, তারপরেই আচমকা এলাকায় অশান্তি বাধে। দিলীপের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় জওয়ানরা ও পুলিশ তাঁকে নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমি মিছিলে ছিলাম। হঠাৎ গন্ডগোল শুরু হয়ে গেল। বোমের আওয়াজ আসছে। কে কোথা থেকে বোমা মারছে কিছুই বোঝা যাচ্ছে না। পুলিশের উপর আস্থা রাখছি।“ ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ কাদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে যান স্বয়ং পুলিশ কমিশনার। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়েছে। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের অভিযোগ, বিজেপি পরিকল্পনা করেই হাওড়ার মতো ঘটনা রিষড়ায় ঘটানোর চেষ্টা চালিয়েছিল। বিজেপি সারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে।

এদিনের মিছিলে বহিরাগত লোক নিয়ে এসে অশান্তি পাকানোর চেষ্টা করেছে। তবে পুলিশ খুব সক্রিয় ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। পুলিশ কমিশনার নিজে বিষয়টির উপর নজর রাখছেন। তৃণমূল সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) বলেন, শান্ত বাংলা অশান্ত করতে চাইছে বিজেপি। তারা সব জায়গাতেই হিংসা বাধিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*