অটিজম শিশুদের সঙ্গে শুরুর আচরণ কি হবে তাই বোঝালেন নৃত্যশিল্পী, শিক্ষিকা ও সমাজকর্মী (সুশীলা বিড়লা গার্লস স্কুল) রুবেনা চ্যাটার্জি অঙ্গুলি সঞ্চালনের মাধ্যমে। প্রথম প্রথম প্রথম শিশু ধরা দেবে না। কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে। রুবেনা নৃত্যভঙ্গিমায় তিনটি মুদ্রার ইঙ্গিতে বিষয়টি দর্শকদের স্পষ্ট করলেন। শেষে একটু মজা করে বললেন এটা একদিনে হয় না, মাসে হয়, বছরে হয়, আবার একদিনেও হয়! অর্থাৎ অটিজম শিশুর প্রতি প্রতিনিয়ত ধৈর্য ধরে যত্ন নিতে হবে।
‘বিশ্ব অটিজম সচেতনতা দিবসে’ ‘নিওরো ডেভলপমেন্টাল পেডিয়াট্রিসিয়ান বা শিশু বিকাশ বিশেষজ্ঞ ডাঃ অঞ্জন ভট্টাচার্য বলেন জন্মের সঙ্গে সঙ্গে অটিজম রিক্স অনুসন্ধান করা যায়। ক্লিনিক্যাল জেনারেল মুভমেন্ট বা গতিবিধি অ্যাসেসমেন্ট করে এ বিষয়ের প্রশিক্ষণ লোকেরা সনাক্ত করতে পারেন। ডাক্তারি ভাষায় এই স্তরটির নাম আর্লি ইন্টারভেনশন। অর্থাৎ বিশেষজ্ঞ চিকিৎসায় অটিজম শিশুরা সম্পূর্ণভাবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। ‘জার্নি বিয়ন্ড দ্য স্পেকট্রাম’ নামের আলোচনাসভায় ‘নবজাতক চাইল্ড ডেভলপমেন্ট সেন্টার’-এর পক্ষে পৌলমী নিয়োগী বলেন অ্যাডভোকেসি, অ্যাওয়ারনেস,অ্যাকসেপটেন্স এই তিনটে টাইটেলকে দুদিক থেকেই মানা যায়! প্রচার থাকলেই সচেতনতা বাড়বে, বাড়বে গ্রহণীয়তা!
উল্টোদিকে মানসিক গ্রহণীয়তা থাকলেই আসে সচেতনতা এবং প্রচার করার আগ্রহ। কলকাতার এক অভিজাত ক্লাব-রেস্তোরাঁ-র আলোচনাচক্রে এবং প্রাসঙ্গিক প্রশ্নোত্তরে উপস্থিত ছিলেন অনেক বিশেষজ্ঞ ডাক্তার, অভিভাবক এবং অটিজম প্রশিক্ষণে অভিজ্ঞ মানুষ-জন।
Be the first to comment