হুগলির রিষড়ার উত্তেজনা যেন কিছুতেই থামতে চাইছে না। রবিবারের পর সোমবারে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। ব্যহত হয় হাওড়া-বর্ধমান শাখায় রেল পরিষেবা। প্রায় ৩ ঘণ্টার বেশি সময় ধরে ট্রেন বন্ধ থাকার পর রাত ১টার পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। রিষড়ার পাশাপাশি শ্রীরামপুরেও জারি ১৪৪ ধারা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে এলাকা। এরমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। রিষড়ায় অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন রাজ্যপাল। তিনি বলেছেনমানুষের শান্তিতে বাঁচার অধিকার রয়েছে। যাঁরা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করবেন, তাঁদের ছাড় দেওয়া হবে না। এরপরেই সেখান থেকে সোজা কলকাতার SSKM হাসপাতালে পৌঁছে যান তিনি। আহতদের পরিবারের সঙ্গে কথাও বলেন তিনি।
যত সময় যাচ্ছে রিষড়ার পরিস্থিতি আগের থেকে আরও খারাপ হচ্ছে। এর আগে হাওড়াতেও অশান্তির ঘটনা প্রকাশ্যে এসেছে। রামনবমীর মিছিল ঘিরে যে বিক্ষোভ শুরু হয় সেখান থেকেই রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। রিষড়ার পর শ্রীরামপুরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। ১৪৪ ধারার মধ্যে সাধারণ মানুষের যাতে সমস্যায় না পড়েন সেইদিকে কড়া নজর দিয়েছে পুলিশ। এদিকে সোমবার রিষড়ায় অশান্তির ঘটনার আহতদের দেখতে কলকাতার এসএসকেএম হাসপাতালে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার তাঁর উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে সোজা কলকাতায় ফেরেন রাজ্যপাল। সেখান থেকে রিষড়ার পরিস্থিতি ঘুরে দেখে এসএসকেএম হাসপাতালে যান রাজ্যপাল।
Be the first to comment