মেয়রকে বর্ধিত পার্কিং ফি প্রত্যাহারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Spread the love

মুখ্যমন্ত্রী জানতেন না, কলকাতার পুরসভায় ‘পার্কিং ফি’ বৃদ্ধি হচ্ছে। সাধারণ মানুষের উপর এই ধরনের চাপ মমতা বন্দ্যোপাধ্যায় চান না। মুখ্যমন্ত্রী মেয়রকে জানিয়ে দিয়েছেন, পুরসভা যেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করে। মেয়রকে মুখ্যমন্ত্রী ও দলের শীর্ষ নেতৃত্বের তরফে বার্তা দিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার, সাংবাদিক বৈঠককে একথা জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক জানান, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর এটা স্পষ্ট সিদ্ধান্ত যে, এই ফি বৃদ্ধি তাঁর অনুমতি বা অনুমদন সাপেক্ষে হয়নি। তাঁরা জানতেন না এই ধরনের একটা চাপ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সিদ্ধান্ত যে স্তরে বা যাঁরাই নিয়ে থাকুন, সরকার বা দল অনুমোদন করে না। মুখ্যমন্ত্রীর নীতি আমজনতার ওপর যেন চাপ না বাড়ানো হয়। মেয়রকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, পুরসভা যেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করে। মেয়রকে মুখ্যমন্ত্রী ও দলের শীর্ষ নেতৃত্বের তরফে এই বার্তা দিয়ে দেওয়া হয়েছে। সম্ভবত আজকের মধ্যেই পুরসভাকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে পার্কিংয়ের ক্ষেত্রে মানুষের ওপর যেন কোনও চাপ না পড়ে।‘‘

১ এপ্রিল থেকে কলকাতা পুর এলাকায় পার্কিং ফি একলপ্তে বেশি খানিকটা বৃদ্ধি করা হয়। আগে যেখানে বাইক রাখার জন্য় প্রতি ঘণ্টায় দিতে হত ৫ টাকা। সেটা বাড়িয়ে করা হয়, প্রথম-দুঘণ্টার জন্য় ১০ টাকা, তিন ঘণ্টা রাখলে ৪০ টাকা। ৪ ঘণ্টার জন্য় ৬০ টাকা। ৫ ঘণ্টার জন্য় ৮০ টাকা। আর ৫ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরে ঘণ্টা পিছু দিতে হবে ৫০ টাকা করে। চারচাকা গাড়ির ক্ষেত্রে আগে পার্কিং ফি ঘণ্টায় দিতে হত ১০ টাকা। প্রথম ২ ঘণ্টার জন্য় ২০ টাকা, তিন ঘণ্টায় ৮০ টাকা, ৪ ঘণ্টায় ১২০ টাকা, ৫ ঘণ্টায় ১৬০ টাকা এবং তারপর ঘণ্টা পিছু অতিরিক্ত ১০০ টাকা করে দেওয়া নির্দেশ দেওয়া হয়। এতে এক ধাক্কায় চাপ পড়ে মধ্যবিত্তর পকেটে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে স্বস্তিতে আমজনতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*