ফের সিপিএম আমলে নিয়োগ দুর্নীতি নিয়ে সরব তৃণমূল নেতা। বাম জমানার চাকরি দুর্নীতির তদন্ত হবে বলে হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার জয়পুর ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটব্যাল। শীর্ষ নেতৃত্বের পথ অনুসরন করে বাম আমলের চাকরি দুর্নীতির প্রসঙ্গ টেনে তৃণমূল নেতা বলেন,
“সিপিএম ক্যাডারদের বউদের, তাদের পরিবারের লোকজনের চাকরি হয়েছে। কার কিভাবে চাকরি হয়েছে তা আমাদের জানা আছে। এগুলো এবার তদন্ত হবে, মানুষের সামনে তুলে ধরা হবে। এলাকার কোন সিপিএম নেতাদের ঘরে ঘরে চাকরি হয়েছে তাও আমরা জানি”। জয়পুর ব্লকের গেলিয়াতে দলীয় সভায় এমন বিস্ফোরক হুশিয়ারি তৃণমূল ব্লক সভাপতির।
রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যখন শাসক দলকে একতরফা আক্রমণ করছে বিরোধীরা, ঠিক আবহে দাঁড়িয়ে এবার পাল্টা দেওয়ার কৌশল নিয়েছে তৃণমূল। শাসক শিবির এবার অভিযোগ তুলেছে বাম আমলে চিরকুটে চাকরির প্রসঙ্গ। বিভিন্ন সভাতেও তৃণমূল নেতৃত্ব প্রশ্ন তুলছেন দীর্ঘ ৩৪ বছরের বাম আমলে কমরেডদের আত্মীয় পরিজনদের চাকরি কিভাবে হয়েছে।
সিপিএমের অস্বস্তি বাড়িয়ে তৃণমূল নেতা বলেন, “জয়পুর ব্লকের সিপিএম কমরেডদের বউদের আইসিডিএসে চাকরি হয়েছে। জয়পুর এলাকায় জেলাপরিষদের সিপিএমের প্রাক্তন সভাধিপতির বাড়ির সদস্যরা কেউ চাকরি থেকে বঞ্চিত হয়নি। জয়পুর এলাকায় কমরেডদের পরিবারের লোকজনদের আইসিডিএস, হাসপাতাল, পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে ও জেলাপরিষদে চাকরি হয়েছে। কিভাবে চাকরি হয়েছে তার তদন্ত হবে, আমরা সব জানি।”
হুশিয়ারির সুরে তৃণমূল ব্লক সভাপতিকে বলতে শোনা যায়,
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জয়পুর ব্লকের সিপিএম পার্টির কমরেডদের বাড়ির পরিবারের কার কার কি কি চাকরি হয়েছে সেই তালিকা নিয়ে ভোট প্রচারে ভোটারদের সামনে তুলে ধরা হবে।
Be the first to comment