তৃণমূলের রাজ্যসভার সংসদ পদ থেকে ইস্তফা লুইজিনহো ফেলারিওর

Spread the love

গত কয়েকদিন ধরেই জাতীয় রাজনীতিতে কানাঘুষো শোনা যাচ্ছিল রাজ্যসভার সাংসদ পদ থেকে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলারিওকে ইস্তফা দিতে বলেছে তৃণমূল। সেই গুঞ্জনের মাঝেই মঙ্গলবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। বছর দেড়েক আগে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছিলেন লুইজিনহো ফেলারিও। তাকে দলের রাজ্যসভার সাংসদও করে ঘাসফুল শিবির। অবশেষে এদিন শুধু সাংসদ পদ থেকে ইস্তফা নয়, জানা যাচ্ছে তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছেন গোয়ার এই দাপুটে নেতা।

উল্লেখ্য, লুজিনহো ফেলারিও তৃণমূলের যোগদানের পর তাকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল অর্পিতা ঘোষের জায়গায়। নাট্যকার অর্পিতা ঘোষকে রাজ্যসভায় সাংসদ পদ থেকে ইস্তফা দিতে বলেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের নির্দেশ মেনে ইস্তফা দেন অর্পিতা। এরপর ২০২১ সালের নভেম্বরে তৃণমূলের হয়ে মনোনয়ন দেন ফেলারিও। হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তবে গোয়ায় নির্বাচনের সময় লুইজিনহোর গা ছাড়া মনোভাব মোটেই ভালোভাবে নেয়নি তৃণমূল। ভুয়া নির্বাচনে তাঁকে বিধানসভায় প্রার্থী করার পরেও তিনি লড়াই থেকে সরে দাঁড়িয়েছিলেন। এমনকি দলের সঙ্গে সেভাবে কোনও সম্পর্ক রাখতে দেখা যায়নি তাঁকে।

এই পরিস্থিতিতে সূত্র মারফত জানা যায়, তৃণমূলের তরফে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল লুইজিনহোকে। এরপরই আনুষ্ঠানিকভাবে তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন লুইজিনহো। এখন এই জায়গায় তৃণমূল কাকে প্রার্থী করে সেটাই এখন দেখার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*