ভুল শুধরে নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল CBI। শীর্ষ আদালতের নির্দেশের পরেও অভিষেককে হাজির হওয়ার জন্য চিঠি দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন TMC সাংসদ। তারপরেই মঙ্গলবার, চিঠি পাঠিয়ে সিবিআই জানাল, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তারা এই নোটিশ স্থগিত রাখল।
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে অভিষেককে জিজ্ঞাসাবাদের কথা বলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির সেই ‘পর্যবেক্ষণ’কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। সেই মামলায় সোমবারই শীর্ষ আদালত উচ্চ আদালতের নির্দেশে স্থগিতাদেশ দেয়। কিন্তু তার পরেও সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে চিঠি পাঠায়। মঙ্গলবার বেলা ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথাো বলা হয় চিঠিতে। কিন্তু এই নিয়ে প্রস্ন তোলেন অভিষেক। ইডি-সিবিআই আদালত অবমাননা করছে বলেও অভিযোগ তোলেন তিনি। কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়া সত্ত্বেও কেন নোটিশ পাঠানো হল! তা নিয়েও সরব হন অভিষেক।
এরপরেই এদিন সকালে সিবিআই আরও একটি চিঠি পাঠিয়ে অভিষেককে জানায়, ১৭ তারিখ যে চিঠিটি পাঠিয়ে তাঁকে হাজিরার কথা বলা হয়েছিল, তা আপাতত আর কার্যকরী নয়। সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ পর্যন্ত ওই চিঠি স্থগিত রাখা হচ্ছে।
Be the first to comment