মুকুল রায়ের দিল্লিযাত্রা নিয়ে রীতিমতো শোরগোল বঙ্গ রাজনীতিতে।‘বাবা নিখোঁজ’ দাবিতে রীতিমতো পুলিশের দ্বারস্থ হয়েছিলেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। সোমবার সন্ধেতে দিল্লি পৌঁছনোর পর মুকুল রায়কে তাঁর আগমনের কারণ জিজ্ঞাসা করা হয়। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এমনই দিল্লিতে এসেছি। আমি দিল্লি আসতে পারি না?এক আগেও তো এসেছি। এই বার একটু দেরি হল।
এদিকে মুকুল রায়কে নিয়ে মুখ খুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও। খড়গপুরে চায়ের আড্ডায় তাঁকে এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বলেন, ”উনি তো অনেকদিন ধরেই নিখোঁজ। নতুন কী? উনি তো একজন বিধায়ক। ৬ মাস ধরে ওঁকে দেখেছেন কোথাও? উনি লস্ট কেস। কেউ আর ওঁকে নিয়ে ভাবে না।” তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
যদিও এই প্রসঙ্গে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু জানিয়েছেন, তাঁর বাবার মানসিক স্বাস্থ্য ঠিক নেই। তিনটি হাসপাতালের রিপোর্ট এক কথা বলছে। মুকুল রায়ের অসুস্থতার সুযোগ নিয়ে রাজনীতি করছেন বিরোধীরা, এমনটাই দাবি তাঁর।
Be the first to comment