তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। বিগত কয়েক দিন ধরে তাপপ্রবাহের জেরে শরীরে কার্যত ফোস্কা পড়ার মতো অবস্থা।বুধবারও সেই ধারা অব্যাহত থাকবে। আজ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিল হাওয়া অফিস। যার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম— এই পাঁচ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকে খানিকটা হলেও স্বস্তি ফিরতে পারে বলে জানানো হয়েছে। হতে পারে স্বস্তির বৃষ্টিও।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতা লাগোয়া জেলাগুলিতেও বুধবার দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশেই থাকবে। তবে পশ্চিম এবং মধ্য ভাগের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি থাকতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে বৃষ্টিতে ভিজবে দার্জিলিং এবং কালিম্পং।
Be the first to comment