হারানো সাংসদ পদ কী ফিরে পাবেন রাহুল? আর কিছু সময় পরেই রায়

Spread the love

‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জেরে জেলে সাজা পেয়েছেন রাহুল গান্ধী। খুঁইয়েছেন লোকসভার সাংসদ পদ। সেই মর্যাদা ফের ফিরে পাবেন কিনা তা নিয়ে বৃহস্পতিবারই রায় দিতে পারে নরেন্দ্র মোদির সুরাট আদালত।

আদানি ইস্যু নিয়ে সম্প্রতি সংসদে ঝড় তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ঠিক সেইসময় ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারের সময় কর্নাটকের কোলারে ‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের দায়ে গত ২৩ মার্চ অর্থ্যাৎ গুজরাটের সুরাট আদালতে ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে ২ বছর জেলের সাজা দিয়েছিল। তার ভিত্তিতে ২৪ মার্চ লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮(৩) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করেছিলেন।এরপরই বিরোধীরা কেন্দ্রের বিজেপি সরকারকে নিয়ে সংসদে সরব হন।

ম্যাজিস্ট্রেট কোর্টের সেই রায়ের বিরুদ্ধে গত ৩ এপ্রিল সুরাটের দায়রা আদালতে আবেদন জানিয়েছিলেন। বিচারক আরপি মোগেরা তা গ্রহণ করে জামিন বহাল রাখার নির্দেশ দেন। তবে সে দিন দায়রা আদালত রাহুলকে দোষী ঘোষণা করে ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিচারক এইচএইচ বর্মার রায়ের উপর স্থগিতাদেশ দেয়নি। দায়রা আদালতের কাছে ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ পাওয়ার জন্য রাহুলের তরফে যে আর্জি জানানো হয়েছিল, বৃহস্পতিবার তার রায় ঘোষণা হতে পারে। গত ১৩ এপ্রিল আগের শুনানির দিন অতিরিক্ত দায়রা বিচারক মোগেরা রায় সংরক্ষিত রাখার কথা ঘোষণা করেছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*