বাংলায় অশান্তি বরদাস্ত নয়! রেড রোডের অনুষ্ঠান থেকে দিল্লিতে ক্ষমতা বদলের বার্তা মমতার

Spread the love

খুশির ইদে সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকাল ৯ টা নাগাদ রেড রোডের অনুষ্ঠান মঞ্চে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অনুষ্ঠান মঞ্চ থেকেই সম্প্রীতির বার্তা দেন মমতা অভিষেক। পাশাপাশি নাম না করে বিজেপিকে নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সকলে মিলে একজোট হয়ে লড়াই করে কেন্দ্রের সরকার পরিবর্তনের ডাক দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রে ক্ষমতা বদল করতে সকলকে ভোট দেওয়ার আর্জিও জানান তিনি। মমতা এ দিন বলেন, দেশভাগের রাজনীতি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি আর সেই কারণে ভোটের আগে আবার এনআরসি প্রসঙ্গ উঠে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবেই জানিয়ে দেন ভারতের যেকোনও প্রান্তে এই নিয়ম চালু করার যতই চেষ্টা করুক না কেন বাংলায় এনআরসি করা যাবে না। বিগত কয়েকদিন রাজ্যজুড়ে যে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা হয়েছে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সকলকে প্ররোচনা থেকে দূরে থাকা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিতে থাকার আবেদন করেন। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে দেশের সংবিধান এবং ইতিহাস বদলানোর অভিযোগ এনেও কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সরব হন মমতা।

রেড রোডের অনুষ্ঠান মঞ্চে কী বললেন মমতা?

এক নজরে মুখ্যমন্ত্রী বার্তা :

• বাংলায় ভেদাভেদের রাজনীতি করা যাবে না।
• বাংলার মানুষ শান্তি চায়, কোনও অন্যায় বরদাস্ত নয়।
• সংবিধান ইতিহাস বদল করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। গণতন্ত্রকে রক্ষা করতে হবে।
• বাংলায় এনআরসি (NRC) হবে না।
• ভয় পাবেন না। কোন প্ররোচনায় পা নয়, সকলে মিলে শান্তিতে থাকুন।
• বিজেপির অন্যায়ের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে।
• দেশভাগের রাজনীতি করছে বিজেপি, ২০২৪ এর ভোটে কে আসবে তা সাধারণ মানুষকে ঠিক করতে হবে।
• গদ্দারদের সঙ্গে লড়াই করতে হচ্ছে, মাথা উঁচু করে নিজেদের অধিকার রক্ষা করতে হবে।
• এজেন্সির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত কিন্তু কোনওভাবেই ভোট ভাগাভাগির রাজনীতিকে সমর্থন নয়।
• বিজেপি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। মুসলিম ভোট ভেঙে দেওয়া সম্ভব নয়। সংখ্যালঘুদের বঞ্চিত করার চক্রান্ত কখনোই সফল হবে না।
• উত্তরপ্রদেশে আইন-শৃঙ্খলা তলানিতে ঠেকেছে।তবে বাংলাকে বিহার বা ইউপি করার চক্রান্ত সফল হবে না।
• সবাই একসঙ্গে লড়াই করলে ২০২৪ এ ক্ষমতায় আসবে না বিজেপি।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকে ইদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিধায়ক জাভেদ আহমেদ খান, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ অন্যান্যরা ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*