কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে মঙ্গলবার আন্দোলন নামে রাজবংশী তফসিলি ও আদিবাসী সংগঠন গুলির সমন্বয় কমিটি। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় আন্দোলনকারীদের। ফের রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। কালিয়াগঞ্জ থানার সামনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। একটি পাঁচিলও ভেঙে গুঁড়িয়ে দেয় আন্দোলনকারীরা।
মঙ্গলবার সকালে রাজবংশী তফসিলি ও আদিবাসী সংগঠন মিছিলের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কালিয়াগঞ্জের কালীবাড়ি সংলগ্ন এলাকা। পুলিশের ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। ছোঁড়া হয় ইট-পাটকেল। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে তারা বলে অভিযোগ। ঘটনায় পিছু হঠতে দেখা যায় পুলিশকে।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নামানো হয় কমব্যাট ফোর্স ও বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। ঘটনায় তীব্র উত্তেজনা এলাকায়। ঘটনায় এখনও পর্যন্ত একজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। আদিবাসী সংগঠনের মিছিলে কেন্দ্র করে এখনও এলাকায় প্রবল উত্তেজনা রয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে শুক্রবার সকালে পালোইবাড়ি এলাকার একটি পুকুর পাড় থেকে উদ্ধার করা হয় দ্বাদশ শ্রেণিতে পাঠরতা এক কিশোরীর মৃতদেহ। কিশোরীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তাল হয়ে ওঠে সাহেবঘাটা সংলগ্ন এলাকা। দোষীকে দ্রুত শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
Be the first to comment