প্রয়াত পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দলের নেতা প্রকাশ সিং বাদল। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এক সপ্তাহ আগে মোহালির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। মঙ্গলবার রাত ৮টা নাগাদ সেখানেই মৃত্যু হয় প্রকাশ সিং বাদলের। বয়স হয়েছিল ৯৫। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাদলের জন্ম ১৯২৭ সালে পঞ্জাবের মুক্তসর জেলায়। স্বাধীনতার আগে অবিভক্ত পাঞ্জাবের রাজধানী লাহোরে লেখাপড়া তার। ১৯৪৭ সালে গ্রামপ্রধান নির্বাচিত হন। প্রথম বিধানসভা নির্বাচনে জয় ১৯৫৭ সালে শিরোমণি অকালি দলের টিকিটে। ১৯৬৮ সালে প্রথম মন্ত্রী হন বাদল। পরের বছরেই মুখ্যমন্ত্রী। তিনি ছিলেন সবচেয়ে কম বয়সে মুখ্যমন্ত্রী।
পাঞ্জাবের পাঁচবারের মুখ্যমন্ত্রী বাদল আমজনতার ক্ষোভ বিক্ষোভ বোঝার দক্ষতা ছিল। সেই কারণেই ২০২০-তে মোদি সরকারের বিতর্কিত তিন কৃষি আইনের বিরোধিতা করে বিজেপির সঙ্গ ছেড়েছিল অকালি দল। বাদল স্পষ্ট জানিয়েছিলেন, কৃষকদের চটিয়ে পাঞ্জাবে রাজনীতি করা সম্ভব নয়। কেন্দ্র আইন প্রত্যাহার করলেও এনডিএতে ফেরেননি তিনি। বয়সের কারণে গত কয়েক বছর সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরেই ছিলেন বাদল। তাঁর মৃত্যুতে টুইটারে মোদি লেখেন, ‘‘ব্যক্তিগত ক্ষতি। ভারতীয় রাজনীতিতে তিনি ছিলেন এক সুউচ্চ ব্যক্তিত্ব।’’ দু’দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
Late former Chief Minister of Punjab Prakash Singh Badal
Be the first to comment