মানচিত্রে বাংলার মুকুট কোচবিহার থেকে তৃণমূলে নবজোয়ারে ঝড় তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলে শুভ সূচনার পর আজ বুধবার এই কর্মসূচির দ্বিতীয় দিন। এদিনও তিনি কোচবিহারে থাকবেন। শুরুতেই সুপার হিট তৃণমূলের এই নয়া কর্মসূচি। তুঙ্গে মানুষের আগ্রহ-উদ্দীপনা।
পঞ্চায়েতের আগে যা মাস্টার স্ট্রোক। এই ভূ-ভারতে আগে যা কেউ কোনওদিন দেখেনি, এবার সেটাই করে দেখাচ্ছে বাংলার শাসক দল তৃণমূল। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।
বুধবার কর্মসূচির শুরুতেই পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানান অভিষেক। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্টও করেন অভিষেক। তিনি লেখেন, “পঞ্চানন বর্মা
রাজবংশী জনজাতির নয়া সত্তাপরিচয়ের দিশারি।কোচবিহারে জনসংযোগ যাত্রার দ্বিতীয় দিনে তাঁর মূর্তিতে মাল্যদান করে আমি ঋদ্ধ হলাম। নতমস্তকে তাঁর পদতলে প্রার্থনা জানালাম সমস্ত রাজবংশী সম্প্রদায়ের উন্নয়নের জন্য। যে রাজবংশী সম্প্রদায়ের অস্তিত্ব প্রতিষ্ঠা করার জন্য রায় সাহেব পঞ্চানন বর্মা তাঁর সারাটা জীবন উৎসর্গ করেছিলেন, তাঁকে আমি শতকোটি প্রণাম জানাই।”
উল্লেখ্য, আগামী দু’মাস বাংলার প্রতিটি প্রান্তে বইবে এই অভিষেক ঝড়। জনসংযোগে বাংলার মাটি চষে ফেলবেন অভিষেক। মঙ্গলেই বাংলার মাথার মুকুট কোচবিহার থেকে শুরু হয়েছে নবজোয়ার। যেখানে গোপন ব্যালটে মানুষ গণতান্ত্রিক উপায়ে তাঁর পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। এবার পঞ্চায়েত ভোটে তৃণমূলে কোনও নেতা-নেত্রীর প্রার্থী নয়, প্রার্থী হবে মানুষের। এরপর অভিষেক চলে যাবেন আলিপুরদুয়ার। বৃহস্পতিবার সেখানে কর্মসূচি।
Be the first to comment