তদন্তে অসহযোগিতার কারণে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। এর আগে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তাঁকে তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়ে গেছেন। আজ বুধবার তিনি ইডি দফতরে হাজির হলে তদন্তকারী সংস্থার আধিকারিকদের তরফে একাধিক প্রশ্ন করা হলে সব প্রশ্নের উত্তর এড়িয়ে যান সুকন্যা বলে অভিযোগ। তাঁকে গরু পাচার মামলার অর্থ সংক্রান্ত প্রশ্ন করায় তিনি জানান, সবটাই অনুব্রত মণ্ডল এবং মনীশ কোঠারি জানেন। সুকন্যার এত সম্পত্তির উৎস কী সেই বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি অনুব্রত কন্যা। এরপরই তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার তাঁর মেডিকেল টেস্টের পর রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে বলে ইডি সূত্রে খবর।
অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে বার বার দিল্লিতে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় এজেন্সির তলব এড়িয়ে যান সুকন্যা। গরু পাচার মামলায় গত বছর ১১ আগস্ট গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। বাবার গ্রেফতারির এগারো মাসের মাথায় সুকন্যা গ্রেফতার। সূত্রের খবর, সুকন্যাকে হেফাজতে নিয়ে অনুব্রতর সঙ্গে মুখোমুখি বসাতে চায় ইডি।
Be the first to comment