সকাল থেকে যেভাবে গরম বাড়ছিল তাতে একটানা ঝেঁপে বৃষ্টির প্রার্থনা করছিলেন সকলেই। বরুণ দেবতা খুশি হয়ে আশীর্বাদ করলেন দুপুরের খানিক পরেই। বিকেল ৪টে নাগাদ বুলেটিন প্রকাশ করে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে কলকাতা-সহ পাঁচ জেলায় ঝড়বৃষ্টি হবে। ততক্ষণে অবশ্য কয়েক পশলা ঝরতে শুরু করেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। গাইঘাটা থেকে শিলাবৃষ্টির খবর মিলেছে।
কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। বীরভূমের বোলপুর এবং উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় শিলাবৃষ্টি হয়েছে। বৈশাখের মাঝামাঝিতে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছিল। সোমবার দুপুর থেকে আবার পরিবর্তন লক্ষ্য করা গেলেও মঙ্গল বুধে গরম বাড়ছিল। এবার বৃহস্পতিবারে ঠান্ডা হলো কলকাতা সহ দক্ষিণবঙ্গ। তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও এই বৃষ্টির জেরে আগামী কয়েক দিন তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে বলেই আশা করছেন হাওয়া অফিসের কর্তারা।
Be the first to comment