সাক্ষাৎকারের প্রতিলিপি এবং যে হলফনামা সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল, শুক্রবার রাত বারোটার মধ্যে তার নথি চেয়ে পাঠিয়ে ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার রাতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের প্রেক্ষিতে বিশেষ শুনানি হয় শীর্ষ আদালতে। সেখানেই হাইকোর্টের বিচারপতির নির্দেশের ওপর স্বতঃপ্রণোদিত স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার দুপুরে শীর্ষ আদালতের সেক্রেটারি জেনারেলকে নির্দেশ দেন, রাত ১২টার মধ্যে সুপ্রিম কোর্ট থেকে সাক্ষাৎকারের নথি এবং যে হলফনামা সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল তা আনাতে হবে। তিনি হাইকোর্টে নিজের চেম্বারে রাত বারোটা পনেরো পর্যন্ত অপেক্ষা করবেন এই নথির জন্য। আদালত সূত্রের খবর, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের প্রেক্ষিতে রাতেই বিশেষ শুনানি হয় শীর্ষ আদালতে। এরপর হাইকোর্টের বিচারপতির এই নির্দেশের উপর স্বতঃপ্রণোদিত স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত।
Be the first to comment