অরিজিতের হাসপাতাল তৈরিতে প্রশাসনকে সাহায্যের নির্দেশ মমতার

Spread the love

দেশজোড়া খ্যাতি অথচ গ্রামের বাড়িতে অতি সাধারণ জীবনযাপন করেন গায়ক অরিজিৎ সিং। এলাকার উন্নয়নের ও সাধারণ মানুষের জন্য কাজ করতে সর্বদা উদ্যোগী তিনি। এহেন অরিজিৎ চান মুর্শিদাবাদের জঙ্গিপুরে জনসাধারণের জন্য হাসপাতাল তৈরি করতে। মুখ্যমন্ত্রীকে জানিয়ে ছিলেন নিজের সেই ইচ্ছার কথা। বৃহস্পতিবার মালদায় প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে নির্দেশ দিলেন অরিজিতের হাসপাতাল তৈরিতে সাহায্য করার।

বৃহস্পতিবার একত্রে মালদহ ও মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকেই জঙ্গিপুর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, অরিজিৎ সিংয়ের এই মহান উদ্যোগে প্রশাসনকে সাহায্য করার। বৈঠকে মুর্শিদাবাদের স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে আলোচনা শুরু হতে মুখ্যমন্ত্রী অরিজিতের হাসপাতাল তৈরির ইচ্ছের কথা তুলে ধরেন। তিনি জানান, অরিজিৎ জেলার ছেলে। জেলার জন্য ও কিছু করতে চায়। আমাকে বলছিল, “একটা হাসপাতাল তৈরির কথা। যদিও জঙ্গিপুরে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল রয়েছে, তবু অরিজিৎ হাসপাতাল বানালে জেলাবাসীর সুবিধাই হবে। ওর কাজে তোমরা সাহায্য করো।”

উল্লেখ্য, গত বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত হয়েছিল গায়ক অরিজিৎ সিংয়ের। সেখানেই মুখ্যমন্ত্রীকে অরিজিৎ জানিয়েছিলেন নিজের এলাকায় একটি হাসপাতাল তৈরির ইচ্ছের কথা। মুখ্যমন্ত্রীও তাঁর উদ্যোগের কথা শুনে তাঁকে সাহায্যের আস্বাস দেন। অবশেষে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক থেকে ওই হাসপাতাল তৈরিতে সাহায্যের জন্য প্রশাসনকে নির্দেশ দিলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*