যোগীরাজ্যে বিক্ষোভ চরমে, ১৮ মে থেকে ধর্মঘটে ১০ লক্ষের বেশি সরকারি কর্মী

Spread the love

বাংলায় কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে সরকারি কর্মীদের আন্দোলনে ইন্ধন যুগিয়ে চলেছে বিজেপি। অথচ বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ডিএ তো বটেই পেনশন সহ একাধিক ক্ষেত্রে বঞ্চিত সরকারি কর্মীরা। যার জেরে এবার যোগী সরকারের বিরুদ্ধে বড়সড় আন্দোলনে নামতে চলেছে সরকারি কর্মীরা। আগামী ১৮ মে থেকে শুরু হবে এই আন্দোলন। এমনটাই জানিয়েছেন কর্মচারী শিক্ষক সংযুক্ত মোর্চার সাধারণ সম্পাদক শশী মিশ্র। রাজ্যের সরকারি সড়ক পরিবহণ পৌর, প্রাথমিক শিক্ষক সহ বিভিন্ন ইউনিয়নের ১০ লক্ষের বেশি শ্রমিক ও কর্মচারী যোগ দিতে চলেছেন এই ধর্মঘটে।

কর্মচারী শিক্ষক সংযুক্ত মোর্চার দীর্ঘদিনের দাবি পুরানো পেনশন প্রকল্প চালু, জন পরিষেবায় বেসরকারিকরণ ও ঠিকা কর্মী নিয়োগ বন্ধ করা হোক, বেতন কমিসনের সুপারিশ অবিলম্বে কার্যকরকরা হোক। এর পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে কেন্দ্রীয় হারে ডিএর দাবি জানানো হয়েছে, এছাড়া গত ৫ বছর ধরে বেতন না বাড়ার অভিযোগ করেছেন রাজ্য সড়ক পরিবহণের কর্মীরা। এই সমস্ত দাবির প্রেক্ষিতেই আন্দোলনে নামছে সরকারি কর্মী সংগঠন। এপ্রসঙ্গে সরকারি কর্মী সংগঠনের তরফে জানানো হয়েছে, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে উন্নয়ন মূলক রাষ্ট্র গঠনের ভূমিকা পরিত্যাগ করে শ্রমিক ও কর্মচারী বিরোধী অবস্থান নিয়েছে। ফলে বেতন কমেছে এবং কাজের নিরাপত্তা কমেছে। কর্মক্ষেত্রের পরিবেশ নষ্ঠ হয়েছে।

সরকারি কর্মীদের অভিযোগ সরকার যেভাবে আমাদের উপরে নতুন পেনশন প্রকল্প চাপিয়ে দিয়েছে তা এককথায় সম্পূর্ণ অগণতান্ত্রিক। পাশাপাশি ঠিকা ও চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগ করছে সরকার। এই নীতির বিরোধিতা করলেই সরকারি দমনপীড়নের মুখে পড়তে হচ্ছে। যার জেরেই ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছি আমরা। অন্তত ১০ লক্ষের বেশি শ্রমিক আগামী ১৮ মে থেকে এই সরকারের নীতির বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*