তিন দিনের আমেরিকা সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে দিল্লি থেকে তাঁর বিমান আমেরিকার উদ্দেশে পাড়ি দিয়েছে। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার (২১ জুন) রাত দেড়টা নাগাদ তিনি ওয়াশিংটনের অ্যান্ড্রুস এয়ার ফোর্স বেসে নামবেন। সেখানে এক দল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান তাঁকে স্বাগত জানাবেন।
তিন দিনের সফরে আমেরিকায় ঠাসা কর্মসূচি রয়েছে মোদির। আমেরিকা সফরে ভারত তিনশো কোটি ডলার মূল্যের তিরিশটি হামলাকারী ড্রোন কেনার চুক্তি করবে জো বাইডেন প্রশাসনের সঙ্গে। প্রথমে ১৮টি ড্রোন কেনার ব্যাপারে চুক্তি হতে পারে বলে জানা গেছে। ভবিষ্যতে ধাপে ধাপে ধাপে বাড়তে পারে ড্রোনের সংখ্যা। পাশাপাশি, সমুদ্রপথে নজরদারির জন্য তৈরি সি গার্ডিয়ান ড্রোনের মেয়াদ বাড়ানোর জন্য কথাবার্তাও হবে।
বুধবার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। বৃহস্পতিবার অর্থাৎ ২২ জুন মোদির সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক। যে বৈঠকের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে মোদির সঙ্গে এই প্রথম বার দ্বিপাক্ষিক ক্ষেত্রে পূর্ণাঙ্গ আলোচনা হতে চলেছে।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ঐতিহাসিক সফর ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এই সফরেই দুই দেশের সম্পর্ক আরও নিবিড় হবে। কূটনৈতিক শিবিরের মতে, ২০০৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ রাষ্ট্রীয় সফর করেছিলেন আমেরিকায়। তার ঠিক আগেই আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি হয়ে গিয়েছিল ভারতের। তখন দ্বিপক্ষিক সম্পর্ক ঘিরে দু’দেশে উন্মাদনা ছিল দেখার মতো।
ঠাসা সূচির মধ্যেও প্রধানমন্ত্রী আমেরিকার শিল্পপতি এবং অন্যান্য স্টকহোল্ডাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। যোগ দেবেন আমেরিকায় প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানেও।
Be the first to comment