পুরীতে রথের রশিতে টান দিতে ভিড় পুণ্যার্থীদের

Spread the love

আজ রথযাত্রা। ভক্তদের রশির টানে পুরীতে রথে চড়ে মাসির বাড়ি গেলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। প্রতিবছরের মতো এ বছরও পুরীর বিখ্যাত রথযাত্রা দেখতে পুণ্যার্থীর ঢল সৈকত শহরে। সেইসঙ্গে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
রথ উপলক্ষ্যে সেজে উঠেছে জগন্নাথ ধাম। স্নান যাত্রার পরে, এদিন নব যৌবন বেশে ভক্তদের দেখা দেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।রথ যাত্রাকে কেন্দ্র করে পুরীতে ভিড় করছেন বহু মানুষ।

প্রসঙ্গত, ওড়িশার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী, সত্যযুগ থেকে চালু হয়েছে রথযাত্রা। কথিত আছে, সেই সময় রাজা ইন্দ্রদ্যুন্ম বিষ্ণু মন্দির তৈরি করার স্বপ্ন দেখেছিলেন। মন্দিরে জগন্নাথ , বলরাম, সুভদ্রার মূর্তি অধিষ্ঠানের উদ্যোগ নিয়েছিলেন রাজা। কিন্তু বিগ্রহ গড়ার সময় বিশ্বকর্মাকে অসন্তুষ্ট করেন ইন্দ্রদ্যুন্ম। সেই কারণেই দেবদেবীদের সম্পূর্ণ মূর্তি নির্মাণ না করেই চলে যেতে হয় বিশ্বকর্মাকে।

পুরাণমতে, শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথদেব। সেই উপলক্ষ্যে ওই তিথি মেনেই মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয়। রথযাত্রার সাত দিন পর হয় উল্টোরথ যাত্রা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*