পাটনায় বিরোধী জোটের দলগুলিকে এক ছাতার তলায় রেখে বৈঠক। আগেই ঘোষণা করেছিলেন বৈঠকে যোগ দেবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জানা গেল, ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
মমতার সুপারিশ মেনেই দিল্লির পরিবর্তে বিহারে বৈঠকের আয়োজন করেন নীতীশ কুমার। গত ২৪ এপ্রিল আরজেডি প্রধান লালুপ্রসাদের পুত্র তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে কলকাতা আসেন নীতীশ কুমার। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেন। আসন্ন পাটনা বৈঠকে মমতার সঙ্গে অভিষেকের যোগদানের সিদ্ধান্ত, তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে তৃণমূল নেতৃত্বের একাংশ। জাতীয় স্তরে বিজেপি বিরোধী মুখ হিসেবে অভিষেকের পরিচিতি বাড়বে বলেও মনে করা হচ্ছে। নবজোয়ারের পর দলে অভিষেকের গুরুত্ব কতটা বেড়ে গিয়েছে, দলের এই সিদ্ধান্তে তাও স্পষ্ট।
পাটনার বৈঠকের আগে তৃণমূল, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টির মতো দলগুলি কংগ্রেসকে কড়া বার্তা দিয়ে রেখেছে। জাতীয় স্তরে বিজেপির মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের ইঙ্গিত দিয়ে রেখেছে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, এসপি সভাপতি অখিলেশ যাদবরাও। এই বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে থাকবেন মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী।
Be the first to comment