নির্দলদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের, সাসপেন্ড ৫৬ তৃণমূল নেতা

Spread the love

টিকিট না পেয়ে বিক্ষুব্ধ নির্দল প্রার্থীদের বিরুদ্ধে আগেই কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন মনোনয়ন প্রত্যাহার না করলে কড়া পদক্ষেপ নেবে দল। সেইমতো অভিষেকের নির্দেশে এবার ৫৬ জন তৃণমূল কর্মীকে সাসপেন্ড করতে চলেছে দল। দলের জেলা সভাপতিরা জানিয়ে দেবেন জেলায় কাদের কাদের বিরুদ্ধে দল পদক্ষেপ নেবে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দলের নির্দেশ অমান্য করে নির্দল হিসেবে দাঁড়ানোয় সবচেয়ে বেশি সংখ্যাটা নদিয়া জেলায়। দলের নির্দেশ না মানায় ২১ জন্যকে সাসপেন্ড করা হচ্ছে এই জেলায়। এরপরই রয়েছে দক্ষিণ দিনাজপুর। সেই জেলার ১৭ জন নেতাকে সাসপেন্ড করা হতে পারে বলে খবর। বাকিরা অন্যান্য জেলার তৃণমূল সদস্য।

উল্লেখ্য, সাধারণ মানুষের ভোটে বেছে নেওয়া প্রার্থীকে দলের কেউ মেনে না নিলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, প্রার্থী না হতে পেরে যাঁরা নির্দল হয়ে লড়বেন, তাঁদের আর কখনই দলে নেওয়া হবে না। তাঁর সেই হুঁশিয়ারি যে স্রেফ কথার কথা ছিল না, তা এবার হাতেনাতে প্রমাণ হয়ে গেল। একলপ্তে ৫৬ নেতাকে সাসপেন্ড করছে তৃণমূল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*