ট্রায়াল রানেই কাঁচ ভাঙল পাটনা-রাঁচি রুটের বন্দে ভারতের!

Spread the love

পাটনা থেকে রাঁচি রুটে বন্দে ভারতের ট্রায়াল রানেই হোঁচট! ভেঙে দেওয়া হল কাঁচ।রবিবার ঝাড়খণ্ডের বারকাকানা স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।

জানা গেছে, প্রথম বগির গেটের কাছে থাকা কাঁচে পাথরটি এসে লাগে। কিন্তু কীভাবে এটা হল তা এখনও স্পষ্ট নয়, কারণ বাইরে থেকে কেউ পাথর ছুঁড়েছে নাকি কোনওভাবে পাথর ছিটকে এসে লেগেছে সেটা বোঝা যাচ্ছে না।

আগামী ২৭ জুন আনুষ্ঠানিকভাবে এই বন্দে ভারত ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তার আগে শুরু হয়েছে ট্রায়াল রান। তবে তার আগেই এভাবে ট্রেনের পাথর ছোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, রবিবার পাটনা থেকে রাঁচি পর্যন্ত বন্দে ভারতের ট্রায়াল রান হয়। আর তখনই সেই ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে। তবে এখনও যাত্রী পরিষেবা শুরু না হয় কোনও যাত্রীর আহত হওয়ার ঘটনা হয়নি। তবে দ্রুত ওই জায়গাটি মেরামত করা হয়েছে। তবে শুরু হতে না হতেই এমন পাথর ছোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে রেল কর্মীদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে।

প্রসঙ্গত, ২৮ জুন থেকে এই রুটে বন্দে ভারতের ট্রেন নিয়মিত চলবে। সকাল ৭টায় এই ট্রেন ছাড়বে। দুপুর ১টায় এটি গয়া পৌঁছবে। গয়া, কোডার্মা, হাজারিবাগ সহ একাধিক স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। মাত্র ৬ ঘণ্টা রাঁচি থেকে পাটনা চলে যাওয়া যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*