আসন্ন ৫ বিধানসভা নির্বাচনেও ধরাশায়ী হবে বিজেপি: অভিষেক

Spread the love

২০২৪-এর লোকসভা নির্বাচনে দিল্লি থেকে উৎখাত হবে বিজেপি। কিন্তু তার আগে এই বছর যে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন আছে, সেগুলিতেও ধরাশায়ী হবে পদ্মশিবির। রবিবার দুপুরে পঞ্চায়েত ভোটের প্রচারে মালদহের সুজাপুরের সভা থেকে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, লোকসভা নির্বাচনে দিল্লি থেকে বিজেপি যাওয়া সময়ের অপেক্ষা।

BJP-র সঙ্গেই নরেন্দ্র মোদিকেও নিশানা করেন অভিষেক। তাঁর কথায়, ”দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। নারদ-কাণ্ডে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখেছেন। কোনও ব্যবস্থা নিয়েছেন? কোনও শাস্তি হয়েছে? কালো টাকা ধরে ১৫ লাখ টাকা দেবেন, কৃষকদের আয় তিন গুণ করে দেবেন, দু’কোটি বেকারের চাকরি হবে—একটাও হয়েছে? হয়নি। তাহলে এই গ্যারান্টারকে কি বিশ্বাস করা যায়? উল্টোদিকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জিতে এসে মহিলাদের জীবন সুরক্ষিত করবেন। তিনি কথা রেখেছেন। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, ঐক্যশ্রী স্কলারশিপ সব দিয়েছে। এমনকী কন্যাশ্রী থেকে বিনা পয়সায় রেশন দিয়েছে। তাহলে বলুন বাংলার গ্যারান্টার কে? দিদি না মোদি?”

পটনার বিরোধী জোটের বৈঠকের পর বিজেপির মোদির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে বলে মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ”১৬ দলের বৈঠক হয়েছে। তাই এখন এমন কথা বলছে। আমাদের লড়াই বিজেপি ও মোদীর বিরুদ্ধে নয়। আমাদের লড়াই, ভারতের সংবিধান ও গণতন্ত্র বাঁচানোর লড়াই।’’ অভিষেক বলেন, ‘‘প্রধানমন্ত্রী রিমোটের বোতাম টিপে বাংলার মানুষের টাকা বন্ধ করেছেন। আর বাংলার মানুষ ইভিএমের বোতাম টিপে দেশের প্রধানমন্ত্রী বদল করে দেবেন।’’ লোকসভার আগে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনেই বিজেপি বিদায় নেবে বলে মন্তব্য তৃণমূল সাংসদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*