রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিয়োগকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে।রাজ্য নির্বাচন কমিশনার পদে ৭ জুন নিযুক্ত হয়েছেন রাজীব সিনহা। তারপরেই তিনি রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেন। তাঁর নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় আদালতে। আইনজীবী নবেন্দু বন্দ্যোপাধ্যায় জনস্বার্থ মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে। তাঁর দাবি ছিল, রাজ্য সঠিক পদ্ধতিতে এই নিয়োগ করেনি।
সোমবার তা শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলা খারিজ করে দেয়। উল্লেখ্য, রাজ্যে পঞ্চায়েত ভোটের আর মাত্র চারদিন বাকি।এই সপ্তাহের শেষেই রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোট। নির্ঘন্ট প্রকাশের পর থেকে নির্বাচন সংক্রান্ত একগুচ্ছ মামলা দায়ের হয়েছে আদালতে।
মামলাকারীর কোনও যুক্তিই মানতে চাননি প্রধান বিচারপতি।হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মনে করেন নেহাত প্রচারের আলোয় আসার জন্যই মামলা করেছেন মামলাকারী। তাই খারিজও করে দিলেন মামলাটি।
Be the first to comment