আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল দক্ষিণ বঙ্গবাসী। আকাশ মেঘলা হলেও প্যাচপ্যাচে ঘামে বিরক্তিকর আবহাওয়া। বাংলায় বর্ষা এলেও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে আকাশে দুর্যোগের ঘনঘটা। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বুধবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী ও বাকি সময়ে মাঝারি বৃষ্টি হবে। নিচের তিন জেলা মালদা এবং দুই দিনাজপুরে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী শনিবার ভোটাধিকার প্রয়োগ করবেন বাংলার মানুষ। হালকা বৃষ্টি হোক কিংবা চড়া রোদ , ছাতা সঙ্গে রাখতেই হবে অনুমান হাওয়া অফিসের কর্তাদের।
আলিপুর আবহাওয়া দফতর বলছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিকে সঙ্গী করেই শনিবার ভোট দেবেন দক্ষিণ বঙ্গবাসী।রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে শনিবার এবং রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি না হলেও, বিকেলের পর থেকে বিক্ষিপ্তভাবে দু-এক পশলায় ভিজতে পারে মহানগর।
Be the first to comment