সাতসকালে মুর্শিদাবাদের বেলডাঙায় মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা

Spread the love

পঞ্চায়েত ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে ফের মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙার মহেশপুর গ্রামে।মৃত ব্যক্তির চারপাশে বোমার মশলা ছড়ানো ছিল। যা দেখে পুলিশের প্রাথমিক অনুমান, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। শুধু বেলডাঙা নয়, বুধবার রাতে দফায় দফায় উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদের ডোমকল, জঙ্গিপুর।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কামাল শেখ। বেলডাঙার ভাবতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুরের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে তাঁর দেহ উদ্ধার করে স্থানীয়রা। আশপাশে বোমা তৈরির মশলা ছড়িয়ে ছিটিয়ে ছিল। স্থানীয় সূত্রে খবর, বোমা তৈরি করে একাধিক রাজনৈতিক দলকে সরবরাহ করতেন কামাল। পঞ্চায়েত নির্বাচনের আগেই বোমা তৈরি করছিলেন তিনি। কিন্তু কোন দল তাঁকে বরাত দিয়েছিল, তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। বেলডাঙায় এই প্রথম নয়, গত ২৪ জুনও বোমা বাঁধতে গিয়ে একজনের মৃত্যু হয়েছিল। এমনকী, ঝলসে গিয়েছিল দুই কংগ্রেস কর্মীও। যদিও কংগ্রেসের তরফে সে কথা অস্বীকার করা হয়েছে।

বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের শেষ প্রচার। হাতে আর একদিন। তার আগে নির্বাচনী প্রচারে বেরিয়ে এবার নির্দল আশ্রিত দুষ্কৃতীদের সশস্ত্র আক্রমণের মুখে পড়লে পড়তে হল এক মহিলা তৃণমূলের প্রার্থীকে। বুধবার ঘটনাটি ঘটেছে বাসন্তী গ্রাম পঞ্চায়েতের মুড়োখালি এলাকায়। আক্রান্ত ওই মহিলা তৃণমূলের প্রার্থীর নাম আমিনা মোল্লা।

অন্যদিকে, বুধবার রাতে প্রচার করে বাড়ি ফেরার পথে কংগ্রেস কর্মীদের উপর বোমা হামলার অভিযোগ ওঠে। আহত হয়েছেন দুই কংগ্রেস কর্মী। তাদের নাম রিয়াজুল মণ্ডল (৫৫) এবং আজবার মণ্ডল  (৩৮)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ঘোড়ামারা পঞ্চায়েত এলাকার নিশ্চিন্তপুর এলাকায়। ঘটনার পর আহত দুই কংগ্রেস কর্মীদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হসপিটালে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*