সদ্য হাঁটুতে অস্ত্রপচার হয়েছে। চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই বিশ্রামে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাড়িতে থেকেই গ্রাম বাংলার ভোটের উপর নজর রাখবেন তিনি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি প্রয়োজনীয় নির্দেশও পাঠাতে পারেন।
অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল রুমে থেকে মনিটরিং করবেন। ভোট পর্ব শুরু হওয়ার পর থেকে জেলার চিত্র যাতে প্রতি মুহূর্তে আসে, তৃণমূল সেই ব্যবস্থাই নিয়েছে। জেলার নেতারা প্রতি ঘণ্টায় রিপোর্ট দেবেন। কোথায়, কেমন ভোট হচ্ছে—তা বিস্তারিতভাবে জানানো হবে দলের রাজ্য স্তরের কন্ট্রোল রুমে।
তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করেছে, এবার গ্রাম বাংলার এই ভোট শান্তিপূর্ণভাবে করাই তাদের মূল লক্ষ্য। বিরোধীরা কোথাও কোনওরকম প্ররোচনা দিলে তা তৎক্ষণাৎ রাজ্য নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনকে জানানো হবে। কিন্তু জেলার সমস্ত নেতা-কর্মীর উদ্দেশে রাজ্যের তরফে স্পষ্ট নির্দেশ—বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ প্রভৃতির কাজকর্মের দিকে সতর্ক থাকতে হবে। কেউ প্ররোচনায় পা দেবেন না।
Be the first to comment