পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বেশ কিছু জায়গায় অশান্তির ঘটনা নজরে এসেছে। ভোট হিংসায় মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের। এহেন পরিস্থিতিতে রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়ে দিলেন, বেশকিছু জায়গা থেকে অশান্তির অভিযোগ এসেছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে প্রয়োজনে অশান্ত বুথে পুনর্নির্বাচন করা হবে।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্য নির্বাচন কমিশনার বলেন, “ভোট শান্তিপূর্ণ হয়েছে নাকি অশান্ত হচ্ছে, সেটা বলার সময় এখনও আসেনি।” তবে জেলায় জেলায় বেশ কিছু হিংসার অভিযোগ যে এসেছে, সেটা মেনে নিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। যদি প্রয়োজন পড়ে কোনও কোনও বুথে পুনর্নির্বাচনও হতে পারে, সেই আশ্বাসও দিয়েছেন রাজীব সিনহা। তিনি জানিয়েছেন, “বিভিন্ন জেলা থেকে অভিযোগ এসেছে। সেগুলির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। দরকার পড়লে পুনর্নির্বাচন হবে।” কমিশনার জানান, “১২০০ মত অভিযোগ এসেছে আমাদের কাছে তার মধ্যে ৬০০ অভিযোগ আমরা সমাধান করেছি এবং সেখানে ভোট চলছে। তবে বুথে অভিযোগ কম, গ্রামের মধ্যে অশান্তির কিছু খবর আসছে। আমরা সেগুলো সমাধানের চেষ্টা করছি।”
সংবাদমাধ্যমকে নির্বাচন কমিশনার জানান, “আমাদের কন্ট্রোলরুমে অভিযোগ আসছে, আমার কাছে এবং আধিকারিকদের কাছেও অভিযোগ আসছে। অভিযোগ পাওয়ার পর দ্রুত আমরা সেখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধান করছি।” কমিশন সূত্রে খবর, এ পর্যন্ত ৭টি খুনের অভিযোগ এসেছে। কিছু কিছু বুথে ব্যালট চুরি, বুথ দখলের অভিযোগও এসেছে। সেই সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তারপরই ভোট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Be the first to comment