বিরোধীদের সব কুৎসা, রামধনু জোটের কারসাজি উড়িয়ে গ্রামবাংলা ফের ঘাসফুলের দখলে। রাজ্যে সবুজ ঝড় শুরু হতেই টুইট করে রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর “NO VOTE TO MAMATA” প্রচারকে তীব্র আক্রমণ করেন অভিষেক। টুইটে তিনি লেখেন, “NO VOTE TO MAMATA”-কে বাংলার মানুষ “NOW VOTE FOR MAMATA“।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাঁর টুইটে লেখেন,
“বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেসের রামধনু জোট হতাশা। কিছু মিডিয়ার বন্ধুরাও দুঃখিত।
বিরোধীরা বলেছিল “NO VOTE TO MAMATA”। বাংলার মানুষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাঁরা সেই কথা বদলে দিয়েছেন। ব্যালট বক্সে আওয়াজ উঠেছে— “NOW VOTE FOR MAMATA“। তৃণমূল কংগ্রেসের নবজোয়ারে যে জনপ্লাবনের সমর্থন পেয়েছিল দল, তারই প্রতিফলন পড়ছে এখনও পর্যন্ত পঞ্চায়েত ভোটের ফলে। এই ফল লোকসভা ভোটেও বজায় থাকবে। ভালোবাসার জন্য বাংলার মানুষকে ধন্যবাদ“।
বিরোধীদের কুৎসা, রামধনু জোটের অশান্তি- সব উড়িয়ে গ্রাম বাংলার রায় ফের গেল তৃণমূলের দিকে। এমনকী, অনেক জায়গায় আগে তৃণমূল জয় পায়নি, সেখানেও এবার ঘাসফুল ফুটছে। সেই ট্রেন্ড দেখার পরেই টুইট করেন অভিষেক। পঞ্চায়েত ভোটের আগে প্রায় দুমাস সারা বাংলা জুড়ে পথে-ময়দানে ঘুরে বেরিয়েছেন অভিষেক। রাতে থেকেছেন মাঠে তাঁবুর খাটিয়ে। এদিন টুইটে সেই জনসংযোগ যাত্রার উল্লেখ করেন তিনি।
Be the first to comment