প্রায় দু’মাস অতিক্রম। বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন
মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ রাজ্য ও কেন্দ্র সরকার। নিশ্চুপ প্রধানমন্ত্রী। জাতিদাঙ্গায় খুন, রাহাজানি, ধর্ষণ কিছুই বাকি নেই উত্তর-পূর্বের এই রাজ্যে। প্রতিবাদে সরব তৃণমূল থেকে সমস্ত বিরোধী দল।
এই ঘটনা থেকে নজর ঘোরাতে বাংলায় ইচ্ছে করে অশান্তি পাকাতে পারে বিজেপি। ভুয়ো খবর, ভুয়ো ভিডিও ছড়াতে পারে গেরুয়া শিবির। মণিপুর ইস্যুতে মন্ত্রিসভার বৈঠকে এমনই আশঙ্কার কথা প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে।
সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন। প্রসঙ্গত, শুক্রবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও ছাত্র-যুবদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, বিজেপি এখন ভুয়ো ভিডিও তৈরি করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করবে। কারণ, প্রধানমন্ত্রীর কথাতেই স্পষ্ট যে বিজেপি বাংলাকে অসম্মান করার ছক কষছে। তাই ছাত্র-যুবদের সতর্ক থাকতে হবে। এদিন মন্ত্রিসভার বৈঠকেও সেই আশঙ্কা-ই আরও একবার প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment