আজ, মঙ্গলবার সাতসকালে দিল্লির এক সবজি বাজারে আচমকা হাজির রাহুল গান্ধী। এদিন আজাদপুর মান্ডিতে পৌঁছে যান কংগ্রেস নেতা। টম্যাটো থেকে শুরু করে কাঁচালঙ্কা, আকাশ ছোঁয়া সবজির দাম। এই পরিস্থিতিতে বাজারের হাল-হকিকত জানতেই ময়দানে হাজির খোদ রাহুল গান্ধী। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
জানা গিয়েছে, রাহুল গান্ধী বাজারে গিয়ে ক্রেতা থেকে বিক্রেতা, সকলের সঙ্গে খোলামেলা কথা বলেন। মূলত, সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়েই খোঁজ-খবর নেন তিনি।
বিভিন্ন সবজির বাজার দর কেমন? কোথা থেকে সবজি আমদানি হচ্ছে? পাইকারি রেট কত? বিভিন্ন বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেন কংগ্রেস নেতা।
উল্লেখ্য, বেশ জয়েক মাস ধরে বিভিন্ন পেশার খুব সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেছেন রাহুল। ভারত জোড় যাত্রার পর থেকে কখনও ট্রাক চালকের সঙ্গে কিলোমিটারের পর কিলোমিটার পাড়ি দিচ্ছেন, কখনও ট্রাক্টরে বসে খেতে ঘুরছেন, কখনও আবার মোটরবাইক সারাইয়ের দোকানে গিয়ে কর্মচারীদের সঙ্গে আড্ডা দিতে দিতে মোটরবাইক সারাইয়ের কাজ করছেন। এবার সরাসরি সবজি বাজারে ঘুরে দেখলেন রাহুল গান্ধী।
Be the first to comment