তোষাখানা মামলায় গ্রেফতার ইমরান খান, ৩ বছরের সাজা ঘোষণা

Spread the love

আশঙ্কা সত্য হল। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইমরান খানকে গ্রেফতার করল পাক সরকার। তোষাখানা মামলায় পাকিস্তানের নিম্ন আদালতে শনিবার প্রথমে দোষী সাব্যস্ত ও পরে তিন বছরের কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয় পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খানকে। আদালতে তরফে এই মামলায় রায় ঘোষণার পরই ইমরানকে গ্রেফতার করেছে পাক পুলিশ।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসন থেকে গদিচ্যুত হওয়ার পরই বর্তমান শাহবাজ সরকারের তরফে একের পর এক মামলায় বিপাকে পড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল তোষাখানা মামলা। অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি বিভিন্ন রাষ্ট্রনেতাদের দেওয়া উপহার বেআইনিভাবে বিক্রি করে দিয়েছেন ইমরান। এরমধ্যে বেশ কিছু ঘড়ি ছিল। যেগুলি তিনি দুবাইতে বিক্রি করেছিলেন বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই অভিযোগ ও তদন্ত। এই মামলাতেই শনিবার দোষী সাব্যস্ত হন ইমরান খান। ৭০ বছরের ইমরানকে তিন বছরের জেলের সাজা শোনায় আদালত। পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও পাঁচ বছরের জন্য ইমরানকে রাজনীতিতে অযোগ্য বলে ঘোষণা করেছে আদালত। ফলে পাঁচ বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি।

আদালতের নির্দেশ হাতে আসার পরই ইমরানের বিরুদ্ধে তৎপর হয় পাকিস্তানের পুলিশ বাহিনী। তড়িঘড়ি গ্রেফতার করা হয় প্রধানমন্ত্রীকে। পাক মধ্যম সূত্রের খবর, কোনরকম অশান্তি এড়াতে ইমরানের বাড়ির বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত রকম যান চলাচল। বাড়ির চত্বরে কোনরকম জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সব মিলিয়ে ইমরানকে গ্রেফতারের পর কোনরকম অশান্তি সামাল দিতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে শাহবাজ সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*