কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস

Spread the love

রবির সকাল থেকেই মুখ ভার আকাশের। রোদের দেখা তো নেই। উল্টে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমছে মেঘ। ভোর থেকে কখনো ঝিরিঝির বৃষ্টি তো কখনও ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই চলেছে কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী জেলাগুলিতে। রবিবার অধিকাংশ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বেলা গড়ালে বৃষ্টি আরও বাড়বে বলে জানানো হয়েছে।

চলতি বছর জুনে বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। যদিও যার ঘাটতি মিটিয়ে জুলাই মাসে ভালই বৃষ্টি হয়েছে। এবার বিদায়লগ্নে এসে অগস্ট মাসেও ভারী বর্ষণের ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।

শুধু আজ নয়, আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে শহর লাগোয়া একাধিক এলাকায়। তবে ভ্যাপসা গরম থাকবেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাত হবে।আগামী ৮ তারিখ উওর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। এদিকে হাওড়া, হুগলিতে বজ্রপাত-সহ মাঝারি বৃষ্টি হবে। আগামী দু’দিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা প্রায় স্বাভাবিক।

হাওয়া অফিস বলছে মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তরে সরছে। ফলে উত্তরবঙ্গেও এবার বৃষ্টির দাপট বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের একাধিক জেলায়। দার্জিলিং, কালিম্পংয়ের মতো পার্বত্য জেলাগুলিতে ধসের আশঙ্কাও রয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির জলে ফুঁসতে পারে পাহাড়ি নদীগুলি। জলস্তর বেড়ে ভাসতে পারে নদীর তীরবর্তী বহু এলাকা। এজন্য আগে থেকেই সতর্কতা জারি করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*