নিয়োগ মামলায় এবার মন্ত্রী সুজিত বসুকে তলব করল সিবিআই। আগামী ৩১ আগাস্ট সকাল ১১টায় নিজাম প্যালেসে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুর নিয়োগ মামলার তদন্তে রাজ্যের দমকলমন্ত্রীকে
ডেকে পাঠান হয়েছে। সূত্রের খবর, ধৃত অয়ন শীলের বাড়ি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৪টি পুরসভায় তল্লাশি চালায় সিবিআই।
২০১৬ থেকে পুরসভায় নিয়োগে একাধিক দুর্নীতির তথ্য আসে সিবিআইয়ের হাতে। দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন উপ-পুরপ্রধান ছিলেন সুজিত বসু। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার তথা প্রযোজক অয়ন শীলের সূত্র ধরেই সর্বপ্রথম পুর নিয়োগ দুর্নীতির হদিস মেলে। এবার এই অয়নের সঙ্গে কীভাবে মন্ত্রীর পরিচয়, কতদূর দুর্নীতি ছড়িয়েছে সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই সুজিত বসুকে তলব করা হয়েছে।
যদিও মন্ত্রী সুজিত বসু সিবিআই নোটিশ প্রসঙ্গে জানান, ”এখনও কিছু আসেনি। টিভির মাধ্যমে দেখলাম। যতক্ষণ না আমি হাতে কিছু পাচ্ছি, ততক্ষণ কোনও প্রশ্ন নেই।” এখন প্রশ্ন, সুজিত বসু চিঠি পাওয়ার আগে কীভাবে সংবাদ মাধ্যম সেই খবর পেয়ে যায়? তাহলে কী শাসক দল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই কেন্দ্রীয় এজেন্সি গদি মিডিয়াকে দিয়ে এমন খবর খাওয়াচ্ছে।
সুজিত বসুর আরও সংযোজন, ”যদি কোন চিঠি পাঠায়, তার উত্তর দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত। যদি কোনও বিষয়ে কেউ আমার কাছে জানতে চায়, আমি উত্তর দিতে প্রস্তুত। আমার কাছে এখনও পর্যন্ত কোন চিঠি আসেনি। আমি অস্বীকার করব কেন? যদি কোনও চিঠি পাই, যদি কেউ ডাকে, ওইদিন যদি আমার কোনও কিছু না থাকে, অর্থাৎ আচমকা কোনও জরুরি কাজ বা দুর্ঘটনা না ঘটে, তাহলে আমি নিশ্চয়ই যাব।”
Be the first to comment