লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ইডির তল্লাশিতে এবার নয়া মোড়। কেন্দ্রীয় এজেন্সি ইডির বিরুদ্ধে এবার লালবাজারের সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করল লিপস অ্যান্ড বাউন্ডস কর্তৃপক্ষ। অভিযোগ, তল্লাশি চলাকালীন কোম্পানির কর্মীদের অজ্ঞাতসারে, বেআইনিভাবে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসের কম্পিউটারে ১৬টি এক্সেল ফাইল ডাউনলোড করেছেন ইডির অফিসাররা। যার সঙ্গে লিপস অ্যান্ড বাউন্ডসের কোনও সম্পর্ক নেই। সম্পূর্ণ বেআইনিভাবে কম্পিউটার থেকে তথ্যের হেরফের করায় ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সংস্থার হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়।
গত সোম ও মঙ্গলবার সুজয় কৃষ্ণ ভদ্রর সংস্থায় লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে টানা ১৮ ঘন্টা তল্লাশি চালিয়েছে ইডি-র গোয়েন্দারা। ইডির দাবি ওই তল্লাশিতে মিলেছে ১ হাজার পাতার নথি, লেজার বুক, ডিজিটাল নথি ও হার্ড ডিস্ক। ইডি সূত্রে খবর, হার্ড ডিস্কে একাধিক কোম্পানির নাম মিলেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, লিপস অ্যান্ড বাউন্ডস এই কোম্পানিগুলির ‘কনসালটেন্সি ফার্ম’ হিসেবে কাজ করত। সংস্থার অভিযোগ, ওই তল্লাশির সময়ই সংস্থার একটি কম্পিউটার থেকে ১৬টি মাইক্রোসফট এক্সেল ডাউনলোড করেছে ইডি। অর্থাৎ বেআইনিভাবে কম্পিউটার থেকে তথ্যের হেরফের করা হয়েছে। বিষয়টি কোনওভাবেই খোলসা করেনি কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। এদিন বিষয়টি জানাজানি হয়। এরপরই শুক্রবার ইডির বিরুদ্ধে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’।
Be the first to comment